অবৈধভাবে ভারত থেকে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শনিবার সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার এলাকা থেকে তাকে আটক করা হয় তাকে। আটককৃত যুবক বিরল উপজেলার বনগাঁও গ্রামের ইসরাঈল আলীর ছেলে। এর ছয় মাস আগে একইভাবে বিরল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক হয়েছিলেন তিনি। চলতি বছরের ২১ মার্চ (৬ মাস আগে) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের গঙ্গারামপুর থানার খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান। তার খালার নাম মোছা আনোয়ারা। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করলে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
এ সময় তার কাছ থেকে টাকা ছাড়া মানিব্যাগ, মোবাইল চার্জার, রিয়ালমি-সি ৬৭ মোবাইল, দুটি বাংলা সিম পাওয়া যায়। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন জানান, হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে বিজিবি আটক করে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা রুজু করা হবে।