রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বিকালে খানখানাপুরে ২ নং ওয়ার্ডের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব শাহীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরদার।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের দ্বিতীয় পর্বে ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব শাহিনের অনুমতিক্রমে ২ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরদার।
তিনি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাম ঘোষণা করেন মোঃ আলমগীর হোসেন পাটোয়ারীর ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন মোঃ জব্বার তফাদার এবং সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন মোঃ মোক্তার হোসেন মীরকে।নেতারা ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা নির্দেশনা দেন।