লক্ষ্মীপুর রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ফের অভিজান
সর্বশেষ পরিমার্জন:
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
২০
বার পঠিত
»»»»» »»»»»
মাহাবুব হোসেন (রনি ),রায়পুর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ধ্বংস করা হলো ১১টি ড্রেজার মেশিন। নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার কাজে ব্যবহৃত এসব ড্রেজারের সাথে অন্তত আরো এক শতাধিক পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে। ১৭.০৯.২০২৪ খ্রিঃ তারিখ মঙ্গলবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার এঁর নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর এঁর তত্ত্বাবধানে রায়পুর উপজেলাধীন ০২ নং উত্তর চরবংশী ইউনিয়নের চান্দার খাল ফিশারী গেইট, সাজু মোল্লার ঘাট, জালিয়ার চর এবং মেঘনা বাজার সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ১১ (এগারো) টি ড্রেজার মেশিন ও আনুমানিক ৩.৫-৪ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। এ সময়ে সোহেল সর্দার (৪৫) নামক একজন অপরাধীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ১৫ ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। পুলিশ, ছাত্র প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহেদ আরমান বলেন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব রাজীব কুমার সরকার স্যারের নির্দেশনায় রায়পুর উপজেলার ০২নং উওর চরবংশী ইউনিয়নের চান্দার খাল ফিশারী গেইট, সাজু মোল্লার ঘাট, জালিয়ার চর এবং মেঘনা বাজার সংলগ্ন এলাকায় ও ডাকাতিয়া নদী ও পানির ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে ১১ (এগারো) টি ড্রেজার মেশিন ও আনুমানিক ৩.৫-৪ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়,এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।