রাজবাড়ীর মাদকের হাট দৌলতদিয়ার পোড়া ভিটায় মাদক কারবারিদের বিরুদ্ধে করা বার্তা জানালেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান।মঙ্গলবার বিকালে দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিভিন্ন মাদক বিক্রির স্পটে এ করা হুশিয়ারির কর্মসূচি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, ঘাট কমিটির সভাপতি লাল চাঁদ মন্ডল, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম চুন্নু, বিএনপির অন্যতম নেতা ইদ্রিস শেখ সহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত দৌলতদিয়ার পুরা ভিটা এলাকায় মাদকের রমরমা বাণিজ্য চলে আসছে। যেখানে হাত বাড়ালেই পাওয়া যায় মরণঘাতক নেশা ইয়াবা গাঁজা ফেনসিডিল বিয়ার হিরোইন সহ নাম জানা অনেক মাদকদ্রব্য। যারা মাদক কারবারী তাদের অনেকের লাইভ সাজা হয়েছে। তারা জামিনে এসে আবারো তারা পূর্বের ব্যবসা করেন। আজ থেকে মাদক কারবারিদের কঠোর ভাবে দমনের জন্য আমরা এসেছি। পরবর্তীতে পুলিশের সাথে সমন্বয় করে একটা কমিটি গঠন করে প্রত্যেকটা গলিতে আমরা পাহারায় থাকবো। যেন মাদক কারবারীর সাথে জড়িত আর না হতে পারে তারা।বিএনপির অন্যতম নেতা ইদ্রিস শেখ জানান, আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাদকের ছোবল থেকে বাঁচতে পারে সেজন্য আমরা এই পোড়াভিটা মাদক কারবারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে এসেছি। তারা যেন মাদক কারবারি ছেড়ে ভালো পেশায় আসতে পারেন।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, মাদকের সাথে কোন আপোষ নেই। আমাদের অভিযান পোড়াভিটায় অব্যাহত রয়েছে। মাদক কারবারি যে দলের হোক না কেনো তাকে আইনের আওতায় নিয়ে আসবোই।