ঝিনাইদহের কালীগঞ্জে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি রায়গ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দুলালমুন্দিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় চেয়ারম্যান অপুকে তার বাসার সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাজারে ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যা মামলার অভিযোগে কালীগঞ্জ থানায় মামলা রয়েছে। শনিবার তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।