মো: রায়হান মাহামুদ: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানের নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উত্তরা-বিজয় ফিলিং ষ্টেশন ও আপন ঘর নামক প্রসাধনী দোকানকে এ জরিমানা করেন।জানা যায়, বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার মুনশুরপুর গ্রামের কালীগঞ্জ বাইপাস সড়কে উত্তরা-বিজয় ফিলিং ষ্টেশন যান। সেখানে ওজনে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় উত্তরা-বিজয় ফিলিং ষ্টেশনকে ৪০ হাজার টাকা এবং নিষিদ্ধ নি¤œমানের প্রসাধনী বিক্রয় করায় কালীগঞ্জ বাজারের খোদেজা কমপ্লেক্সে অবস্থিত আপন ঘর সুপার শপকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিএসটিআই গাজীপুর এর ফিল্ড অফিসার মাকসুদা রুনা, বিএসটিআই’র পরিদর্শন (মেট্রোলজি) শিখন সাহা, কালীগঞ্জ থানার এসআই মাজেদ ও সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।