সাতক্ষিরা জেলার তালা থানার খলিশখালী ইউনিয়নের দুধলী, সুক্তিয়া, গাছা, বাগডাঙ্গা , টিকারামপুর, দূর্বাডাঙ্গা, ছোটগাছা, কৈখালী , পারকৈখালী , ধুকুড়িয়া সহো মাদরা গ্রাম, কলাগাছি , বাতুয়াডাঙ্গা ,হরিনখোলা, সোনাবাধাল সহ প্রত্যন্ত এলাকার ঘরবাড়ি এখন পানির নিচে। এ সব এলাকার মাছের ঘের সব তলিয়ে গেছে। চারিদিকে শুধু পানি আর পানি ।
এসব এলাকার গরু ছাগল সহ পশুগুলোর খাদ্যের অভাব দেখা দিয়েছে।
অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে থাকায় তারা বিভিন্ন স্কুল কলেজে আশ্রয়ের চেষ্টা করছে।
অন্যদিকে এলাকার মাছ মারার জন্য চলছে প্রতিযোগিতা। সরজমিনে ঘুরে জানা গেছে অনেকে খাল বিলে বা নদীতে মাছ মেরে রাতারাতি লক্ষ লক্ষ টাকা আয় করেছে।
এ দিকে দুঃখজনক হলেও সত্য মঙ্গলবার সকালে দলুয়া ঠান্ডা নদীতে মাছ মারতে যেয়ে তালার পাকশিয়া গ্রামের উদয় নামের এক যুবক নিখোঁজ হয় । পরে ফাযার সার্ভিসের কর্মীরা তাকে মৃত উদ্ধার করে ।
তবে এ রিপোট লেখা পর্যন্ত এসব এলাকার মানুষ গুলো অতিকষ্টে দিনযাপন করলে ও সরকারের কোন ধরনের ত্রান বা পুনর্বাসনের উদ্যোগ দেখা যায়নি।