নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুলের অঙ্গ প্রতিষ্ঠান নওগাঁ প্রবাহ কোচিং এরঝাঁক মেধাবী শিক্ষার্থী এক বিশেষ প্রতিযোগিতায় বিশেষ সাফল্য দেখিয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্লে শ্রেণির ৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় বিশেষ পারদর্শীতা প্রকাশ করে। প্রতিযোগিতার বিষয় ছিল (১-১০০) পর্যন্ত শতকিয়া গণনা এবং (1-100) পর্যন্ত ইংরেজি সংখ্যা গণনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নওগাঁ প্রবাহ কোচিং এর প্লে শ্রেণীর মেধাবী এক ঝাঁক শিক্ষার্থী। তাদের মধ্যে নিয়ামুল হক (সাজিদ), সাকিবুল, রাজা, আদ্রিকা সরকার প্রাচী,রিচি, এশা মুনি, ফাতেমা জান্নাত-এই সাত জন গণনা প্রতিযোগিতায় ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর পেয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করে। তাদের বাবা-মা সকলের নিকট আশীর্বাদ এবং দোয়াপ্রার্থী। সেই সঙ্গে মেধাবী এই শিক্ষার্থীদের বাবা-মা জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন।