রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রেললাইন সংলগ্ন অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য বেলায়েত ফকির আটক তাঁরই দুই মেয়ের জামাই পলাতক।সরজমিনে গিয়ে জানা যায়, ২০শে সেপ্টেম্বর(শুক্রবার) সকালে স্থানীয় লোকজন একটি তালা বন্ধ ঘর দেখতে পান। সেখানে গিয়ে অনেক চিৎকার ও চেঁচামেচির
স্থানীয় জনতা সোহেল রানা ঘরে প্রবেশ করে দেখেন অনেক ভাঙ্গা অটোরিকশা। এরপরে
সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে। উপজেলা জেলা সহ আশপাশের জেলার যাদের ব্যাটারি চালিত ইজিবাইক,অটো রিক্সা,ভ্যান সহ নানান ধরনের চুরি হয়েছে তাঁরা এসে জড়ো হন।
এরপরে স্থানীয় জনতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বেলায়েত ফকির নামে চোর
চক্রের এক সদস্যকে গ্রেফতার করেন। স্থানীয়রা জানান, কয়েক মাসের মধ্যে যাদের
ইজিবাইক,অটো রিক্সা,ভ্যান গাড়িসহ চুরি হয়েছে তাঁরা এসে এই বাড়ি থেকে অনেক রিক্সার বডি তাঁদের দাবি করে নিয়ে যান।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ রাকিবুল ইসলাম জানান,জনতার খবরে গিয়ে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এবং চোর চক্রের সক্রিয় সদস্য শশুর বেলায়েত ফকিরকে আটক করা হয়েছে এবং বেলায়েত ফকিরের দুই মেয়ে জামাতা পড়াতক রয়েছে তবে তাঁদেরকে গ্রেফতার করতে পুলিশ সক্রিয় রয়েছেন।