তালার খলিষখালী ইউনিয়নের পাকশিয়া গ্রামের মৃত পরিতোষ ঢালীর পুত্র উদয় ঢালী নামে এক যুবক মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে দলুয়া নদীতে মাছ ধরার সময়ে হারানো জাল তুলতে গিয়ে নিখোঁজ হয়। বহু খোজাখুজি করে ও তাকে পাওয়া না যাওয়ায় স্হানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নদীতে আধাঘন্টা অভিযান চালিয়ে উদয় ঢালীর লাশ উদ্ধার করে। এ দিকে উদয় ঢালীর নিখোজের খবর তার বাড়িতে পৌছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয।। খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সব কিছু শুনে বুঝে তার লাশ সৎকারের নির্দেশ দেন ।
প্রতক্ষদর্শী নিহতের ভাই স্বপন ঢালী জানান সকালে উদয় মাছ মারতে যায় । কিন্তু সে ৯ টার দিকে নিখোঁজ হয় । ফায়ার সার্ভিসের কর্মী জানান উদয় মাছ মারার সময় তার জালের কাছি কেটে যায়। এ সময় পানিতে ডুব দিলে অন্য একটি হারানো জালে সে জড়িযে যায়। উল্লেখ্য যে কিছুদিন ধরে অত্র এলাকার প্লাবিত ঘেরের মাছ ধরতে হাজারো মানুষ নদীতে জাল ফেলছে আর মাছ ধরার মহোৎসবে মেতে উঠেছে।ফলশ্রুতিতে অনেকেরই জাল নদীতে হারিয়ে গেছে, সেই ধরনের জালে জড়িয়ে দম বন্ধ হয়ে নদীর গভিরেই মারা যায়। পরে ফাযার সার্ভিসের কর্মীরা উদয়ের লাশ উদ্ধার করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত উদয়ের বাড়িতে শোকের মাতম চলছিল । উল্লেখ্য উদয় ঢালী গত ৫ মাস আগে বিয়ে করেছে। সে দীর্ঘ দিন বিদেশে ছিল।