মোঃ আশরাফুল ইসলাম, সদর (ঠাকুরগাঁও): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও ঐক্য সমাবেশ করেছে বাংলাদেশ জামায়তে ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানা ।শনিবার (২১সেপ্টেম্বর ) বিকালে জেলার সদর উপজেলার রুহিয়া থানাধীন রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম। এছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,সব ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালনের পূর্ণ অধিকার আছে। সামনে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় আচার পালনে পূর্ণ সহযোগিতা পাবে। আমরা এ ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতা করব। এ দেশ সবার, দেশে শান্তি এলে তার সুফল মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভোগ করতে পারবে। এর নিশ্চয়তা জামায়াতে ইসলামী দিচ্ছে। পদত্যাগ করে পালিয়ে গিয়েও ষড়যন্ত্র থেমে নেই স্বৈরশাসক হাসিনার। কোটা আন্দোলনে নির্বিচারে গুলিসহ জামায়াতের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় শাহাদাত বরণ করিয়েছেন। খুনি হাসিনা যেখানেই থাকুক বাংলাদেশ এনে তার বিচার করা হবে বলে হুশিয়ারী দেন এ নেতা।শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।