গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। বাণিজ্যিকভাবে এটি একটি শিল্প এলাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেক। মহিমাগঞ্জ তথা গোবিন্দগঞ্জের সকল স্তরের ছাত্র জনতা ও বিভিন্ন ব্যবসায়ী মহল সহ শিল্পের ক্ষেত্রে ঢাকাগামী একটি ট্রেনের যাত্রা বিরতি অত্যন্ত জরুরী হয়ে পড়েছে বলে অভিমত করেছেন বিভিন্ন অভিজ্ঞ মহল। ইতিপূর্বে মহিমাগঞ্জের সাধারণ জনতা সহ সকলের উদ্যোগে মহিমাগঞ্জ ঢাকাগামী যেকোনো একটি ট্রেন যাত্রা বিরতির লক্ষ্যে একটি আন্দোলনের ডাক দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় গত ২২/০৯/২৪ ইং তারিখ বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান সম্পন্ন করেন।
ছাত্রজনতা ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে স্বারকলিপি ডিজির হাতে তুলে দিয়েছেন গাইবান্ধা-৪ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ।
এ সময় উপস্থিত ছিলেন কোচাশহর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ,গাইবান্ধা জেলা বিএপির শ্রম বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সুজা,বিএনপি নেতা সিদ্দিক, সাবেক ইউ.পি সদস্য খাজা, সোহেল, মোফাজ্জল, তুষা ও ছাত্র জনতার পক্ষে ছিলেন জিয়ন সরকার সহ আরো অনেক নেতৃবৃন্দ।
আরও খবর...