কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্যদেবপুর গ্রামের আছিয়া আক্তার ইতি (১৭) নামে দশম শ্রেনীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।
৭ মে শনিবার দুপুর দেড় টার দিকে ওই শিক্ষার্থীর নিজ বাড়ী থেকে লাশ উদ্ধার করেন পুলিশ। মৃত আছিয়া আক্তার ইতি ওই গ্রামের মো.কুদ্দুস মোল্লার মেয়ে এবং মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী।
তবে কি কারনে এই শিক্ষার্থী আত্নহত্যা করেছে তার সঠিক কোন কারন কেহ বলতে পারেনি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।