আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বীরমুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন (৮০) আর নেই ।
তিনি শুক্রবার সাড়ে ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….. রাজিউন) । মৃত্যুকালে তিনি ৩ ছেলে ,৭ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
মরহুমের জানাযার নামাজ বাদ মাগরিব হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । পরে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শ্রদ্ধা নিবদেন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় । মরহুমের কনিষ্ঠ ছেলে পৌর আ’লীগ যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মো. মেহেদী হাসান তাহার বাবার মৃত্যৃতে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে ।
এদিকে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, ইউএনও রুমন দেসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন ।