আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে মুরগীর খামার ও দুইটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক ক্ষতি হয়েছে ২৫ লাখ টাকা। গত শুক্রবার গভীর রাতে চান্দেরচর ইউনিয়নের পাড়াতলি গ্রামে সোহেল মিয়ার খামারে এ ঘটনা ঘটে।
খামারের মালিক সোহেল মিয়া জানান শুক্রবার রাতে কোনো এক সময়ে আমার খামারে আগুন লেগে যায়। এলাকাবাসীর ঘন্টাব্যাপী চেষ্টায় অাগুন নিয়ন্ত্রণে অাসলেও এর মধ্যেই ২ হাজার বয়লার মুরগীসহ খামার ও দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা,স্বর্ণালংকার, ফার্নিচার সহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।হোমনা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নজরুল ইসলাম বলেন,এ ব্যাপারে আমরা সংবাদ পেয়েছি। কিন্তু আমরা যাওয়ার আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন আসে।
এ দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবুল বাশার মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে ভস্মীভূত পরিবারের মাঝে কিছু অর্থ সহায়তা প্রদান করেন।