আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী শেষে ‘মুজিববর্ষে শপথ করি,প্লাস্টিক দূষণ রোধ করি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এর আগে জনসচেতনার লক্ষে হোমনা চৌরাস্তা মোড়ে দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবসার চৌধুরি, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ ভট্রাচার্য , সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. ইব্রাহীম ও প্রধান শিক্ষক হাসনা হেনা প্রমুখ উপস্থিত ছিলেন ।