আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুৃমিল্লার হোমনায় বাংলাদেশ তাঁতী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে তাতীলীগ হোমনা উপজেলার শাখার আয়োজনে শুক্রবার স্থানীয় এমপির রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।
হোমনা উপজেলা তাতীলীগের সভাপতি মো. হাসান ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান মহসিন সরকার,উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ঘাতক দালাল নির্মূক কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া, জেলা তাতীলীগ যুগ্ন আহবায়ক আকবর হোসেন সরকার, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স,সাধারন সম্পাদক জাকির হোসেন,কৃষক লীগের সভাপতি মোকবল হোসেন, সাধারন সম্পাদক দুলাল মিয়া,যুবলীগ নেতা মনোয়ার হোসেন,তাতীলীগ সাংগঠনিক সম্পাদক হাবিব মোল্লা প্রমুখ।