কুমিল্লা হোমনা উপজেলায় বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প
আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত ২৮০ জন জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ের আয়োজনে শনিবার হোমনা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।
কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন প্রানীসম্পদ পরিকল্পনা ও মনিটরিং-২ উপসচিব মো. হাবিবুর রহমান । উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দেওয়ান মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক মো. আবদুস সাত্তার, পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার , উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহিনুর মিয়া,মৎস্যজীবি নকুল চন্দ্র দাস ও মো.নজরুল ইসলাম প্রমুুখ।
পরে ২৮০ জন নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।