আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এ্যাড. মো. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
এ উপলক্ষে বুধবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে বিশাল গাড়িবহর নিয়ে পৌর সদর প্রদক্ষিন করে শ্রীমদ্দি গ্রামে ৫,৬,৭,৮ ওয়ার্ডে গনসংযোগ করেন। ।
এতে উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার,উপজেলা আ’লীগ সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক সাদেক সরকার ও গাজী ইলিয়াছ,সদস্য মাহবুবুর রহমান খন্দকার, জেলা আ’লীগের উপদেষ্টা শামীম আহমেদ , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক কায়সার,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,থানা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী আবদুছ সালাম ভূইয়া, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারসহ ইউপি চেয়ারম্যানগন , উপজেলা আ’লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাহার সফর সঙ্গী ছিলেন ।