শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি এলাকায় বাঘের আক্রমনে আবুল কালাম (৫৫) নামের এক বাউয়ালী নিহত হয়েছে। সহযোগীদের সাথে গোলপাতা কাটার সময় মঙ্গলবার বেলা দুইটার দিকে তিনি বাঘের আক্রমনের শিকার হন। নিহত আবুল কালাম শ্যামনগর উপজেলার ছোটকুপোট গ্রামের মৃত আতেক গাজীর ছেলে। বনবিভাগ এর তরফ থেকে ঘটনা নিশ্চিত করে মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। আবুল কালাম দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
নিহতের বড় ছেলে মহসীন হোসেন জানান নওয়াবেঁকী এলাকার আব্দুল আজিজ মেম্বরের শ্রমিক হিসেবে তার পিতা অন্যদের সাথে ১৬ দিন আগে সুন্দরবনে যায়। মঙ্গলবার পায়রাটুনি এলাকায় গোলপাতা কাটার সময়ে রয়েল বেঙ্গল টাইগার তার পিতার উপর হামলে পড়ে। এসময় সহযোগীরা দ্রুত এগিয়ে এসে একযোগে পাল্টা আক্রমন করে মৃত অবস্থায় তার পিতাকে উদ্ধার করে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার সুলতান আহমেদ জানান গত ২৮ ফেব্রুয়ারি ‘পাশ’ (অনুমতি পত্র) নিয়ে মহাজন আব্দুল আজিজের সাথে বনে যায় আবুল কালাম। তিনি আরও জানান, ২৭ দিনের অনুমতি নিয়ে বনে প্রবেশের ১৬ দিনের মাথায় বাঘের শিকারে পরিণত হয়। বনবিভাগের আইন অনুযায়ী নিহতের পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।