মোঃ সিরাজুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি কেন্দ্রীয় কমিটি ঘোষিত মেয়র প্রার্থী। এর আগে গোয়ালন্দের সাবেক মেয়র শেখ মোঃ নিজাম এবং ছাত্রলীগ নেতা শালিমুজ্জামান হিরন এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কেন্দ্র থেকে এ মনোনয়ন লাভ করেন।
রবিবার (১৭ জানুয়ারী) দুপুর ১ঃ৪৫ মিনিটের সময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
রবিবার (১৭ জানুয়ারী) দুপুরে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম মন্ডল দলীয় নেতা-কর্মী এবং সুধিজনদের সাথে নিয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন পত্র দাখিলের পর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন যে, ইনশাল্লাহ নৌকা প্রতিক নিয়ে এবার আমি বিজয়ী হবো। জনগনকে আমাকে সেবার করার সুযোগ দিবে। যদিও গতবার তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করে বর্তমান মেয়রের কাছে পরাজিত হন। তবে এবার তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৯জানুয়ারী মনোনয়ন পত্র যাচাই-বাছাই। ২৬ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।