আল আমিন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিমের জনসাধারণের মাঝে ৩ হাজার মাক্স বিতরণ করেছে।আজ সোমবার ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড থেকে শুরু করে বেশ কয়েকটা ওয়ার্ডে মাক্স বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২নং শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় শ্রমিক লীগ সোনামসজিদ স্থল বন্দর শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম, আসমাউল হক প্রচার সম্পাদক জাতীয় শ্রমিক লীগ সোনামসজিদ স্থল বন্দর শাখা, আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম ৩নং ওয়ার্ড শাখার, শাহরিয়ার আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ৩নং ওয়ার্ড শাখাসহ অন্যান্য।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বলেন, ইউনিয়নের প্রতিটা ব্যক্তিকেই সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাক্স ব্যবহার করতে হবে। তবে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নৌকার বিকল্প নয়। তাই আমি চেয়ারম্যান পদে দলীয় পদপ্রার্থী। চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নিযুক্ত করলে ইনশাল্লাহ জয়লাভ করবো এবং দেশ ও জনগণের অক্রান্ত সেবা করে যাব ইনশাল্লাহ তাই আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।