রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে বর্ণাঢ্য র্যালী, দোয় ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শুক্রবার (১ জানুয়ারী) রৌমারী বাজার রমিজ সুপার মার্কেট সংগ্ন থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে অসংখ্য নেতাকর্মী অংশ গ্রাহণ করেন। পরে জাতীয় পার্টির রৌমারী উপজেলা শাখার সভাপতি নাছির উদ্দিন লাল এর নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এ.কে এম সাইফুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির যুবসংহতি কমিটির সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আ:অউয়াল মন্ডল, স্বাধীন মিয়া,রাজু আহমেদ,আক্তার হোসেন,লিচু মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জাতীয় পার্টির যুবসংহতি কমিটির সভাপতি, দুলাল হোসেন।