রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১২ টি ইট ভাটার মধ্যে ৮টি ইট ভাটা মালিককে ভ্রাম্যমান আদালতে ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা ও অবৈধ ভাবে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনের ড্রেজার মেশিন পানিতে ফেলে দেন এবং পাইপ ভেঙ্গে ফেলেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস।
গত ৪ ও ৫ জানুয়ারী উপজেলা বিভিন্ন ইটভাটার মধ্যে এডিবি ব্রিক্স জন্তির কান্দা, ডিজিএল কোনাচি পাড়া, এসএস সায়দাবাদ, আরএমজি সায়দাবাদ, এসকেবি ব্রিক্স-১, রৌমারী উত্তর পাড়া, এসকেবি ব্রিক্স ২ ঝগড়ারচর ও এসবি ঝগড়ারচর, ১৮(২) ধারায়, ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর বিধানমতে উপরোল্লেখিত ভাটা গুলিতে সরেজমিনে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট ভাটার মালিকদের কাগজ পত্র ঠিক না থাকায় এ জরিমানা করা হয়। একই দিনে যাদুরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন পানিতে ফেলে দেন এবং পাইপ ভেঙ্গে ফেলা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, ইট ভাটা গুলোকে আইনী বিধান মতে জরিমানা করা হয়েছে এবং যাদুরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে মেশিন মালিকদেরকে বার বার সতর্ক করে দেওয়ার পরেও বেপরোয়া ভাবে বালু উত্তোলন করায় উক্ত পদক্ষেপ নেয়া হয়েছে।