শাকিল আহম্মেদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জের কায়েতপাড়া থেকে অজ্ঞাত মরাদেহর আগুনে পুড়া অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। ৩ ই মার্চ বুধবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জিহতলা এলাকার শ্রী মানিক সরকারের সবজি বাগানে পাশে স্থানীয়রা অজ্ঞাত মরাদেহর আগুনে পুড়া লাশের পা দেখে পুলিশ কে জানায়।
পরে পুলিশ এসেছে আগুনে পুড়া লাশের অংশ বিশেষ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এডিশনার এসপি ( অপরাধ ) টিএম মোশাররফ হোসেন , নারায়ণগঞ্জ গ সার্কেলে সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী , রূপগঞ্জ থানার ওসি মহসিন কাদের, ওসি তদন্ত জসিম উদ্দিন।
এই সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের এডিশনার এসপি( অপরাধ ) টিএম মোশাররফ হোসেন বলেন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘঠনাস্থলে এসে দেখতে পেয়েছি একটি অজ্ঞাতলাশ পুড়ে গেছে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি তবে ঘঠনাস্থলে সিআইডির টিম চলে আসছে এবং এই নেককার ঘঠনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।