সোহেল রানা ময়মনসিংহ প্রতিনিধিঃ আলোচিত ফুলপুরের জসিম হত্যার রহস্য উদঘাটন করলো ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা। হত্যার সাথে সরাসরি জড়িত থাকায় মূল হোতা সুজনকে গ্রেফতার করে (ডিবি) ময়মনসিংহ।
টাকা পাওয়া নিয়ে বিরোধের জের ধরে গত (১০ জানুয়ারি ২০২১), রাতে ভিকটিম,জসিম উদ্দিন (২২),পিতা-মোঃ মিয়াজ উদ্দিন,সাং-ধীতপুর (গদা),থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ কে ডেকে নিয়ে ফুলপুর থানাধীন আমনকুড়া বিলে ফিসারীতে রাত ১১.০০ টায় জসিমকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতঃ হত্যা করে। উক্ত ঘটনায় (অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা নং-০৪, তারিখ-১২/০১/২০২১ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) রুজু হয়।পুলিশ সুপার, ময়মনসিংহের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই পরিমল চন্দ্র সরকার মামলা তদন্তকালে হত্যার রহস্য উদঘাটন করে। অভিযান পরিচালনা করে হত্যাকারীকে গত ইং (২৫ জানুয়ারি) আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চুরখাই বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আসামীকে সুজন কে আজ (২৬ জানুয়ারি ২০২১) তারিখে,বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট” ৬নং আমলী আদালতে সোর্পদ করা হলে, আসামীর, মোঃ সুজন মিয়া (১৯),পিতা-খলিলুর রহমান মাতা-রোকিয়া খাতুন,সাং-ধীতপুর,থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ। হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।