সোহেল রানা ময়মনসিংহ প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলুন, নিয়মিত মাস্ক পরিধান করুন, দেশকে সুরক্ষিত রাখুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সহায়তা করুন।
এই স্লোগানকে সামনে রেখে,দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির অংশহিসাবে,ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে গাঙ্গীনারপাড় শাপলা চত্বরে সাধারণ পথচারী, চালক, যাত্রী,দোকানী ও ক্রেতা সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা), ময়মনসিংহ উপস্থিতিতে মাস্ক ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়।
সে সময় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।