রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর পৌরসভার জমি উদ্ধার করাকে কেন্দ্র করে পৌরসভার চার কর্মচারী আহত হয়েছে। রোববার দুপুরে চরমুগরিয়া এলাকায় এঘটনা ঘটে।
হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, চরমুগরিয়া পানির ট্যাঙ্কি সংলগ্ন পৌরসভা মালিকাধীন জমি পরিমাপ করতে যান পৌরসভার সার্ভেয়ার এনায়েত হাওলাদার (৪০), পিয়ন চামিন্দা, পরিছন্ন কর্মী ওয়াজেদ ও গাড়ি চালক রবিউল। এসময় উক্ত জমি আব্দুল আলী হাওলাদার (৫৫) নিজের বলে দাবী করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে পৌরসভার চার কর্মী আহত হয়, এছাড়াও আহত হয় আব্দুল আলী হাওলাদার । স্বজনরা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তী করান।
আহত এনায়েত হাওলাদার বলেন, পৌর কতৃপক্ষে নির্দেশে আমরা ওই জমিতে যাই। আব্দুল আলীর নির্দেশে সবুজ, সাগরসহ ১০/১৫ জন মিলে লোহার রড়, শাবল নিয়ে আমাদের উপড় হামলা করে, আমাদের পিটেয়ে আহত করে।
আব্দুল আলী হাওলাদার বলেন, ওই জমি আমার নামে লীজ নেয়া। তারা আমাকে পিটিয়ে আহত করেছে ।
এব্যাপারে সদর থানার কর্মকর্তা (ওসি) কামরুল মিয়া বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, ওই জমি মালিক পৌরসভা, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হবে।