ষ্টাফ রিপোর্টার : ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় হাবিব মীর নামের এক দিন মজুর নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন শিশু মহিলাসহ নয় জন। রোববার দুপুরে উপজেলার নদমুলা-চরখালী বাইবাস সড়কের সংযোগস্থলে ইট টানা ট্রলির সাথে চরখালীগামী ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী গ্রামের ওহাব মীরের ছেলে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুত্বর আহত হন ইজিবাইক চালক রাজাপুরের কানুদাসকাঠী গ্রামের আঃ জব্বার হাওলাদারের ছেলে মানিক (৩৫), যাত্রী খুলনার পাওয়ার হাউজ এলাকার আবুল কাসেমের স্ত্রী মমতাজ বেগম (৫৬), ইন্দুরকানীর মোশারফ হাওলাদার এর ছেলে আঃ জলিল (৪০), ভা-ারিয়ার নদমুলা গ্রামের একই পরিবারের কামরুল ইসলাম (৪৫), তার স্ত্রী তাসিলামা বেগম (৩৫), তার মেয়ে ফারজানা ইসলাম মীম (১৪), বোতলার পশারিবুনিনয়ার মিল্টন নন্দীর স্ত্রী মিনতি রানী (৫০), তার মেয়ে কথা (৭), কৃষ্ণা (১৩)।
ইজিবাইকের যাত্রী ইন্দুরকানীর আব্দুল জলিল জানান, আমরা ছারছিনা মাহাফিল থেকে ইন্দুরকানীতে যাওয়ার জন্য ভা-ারিয়া থেকে ইজি বাইকে উঠে চরখালির দিকে যাচ্ছিলাম। এসময় নদমুলা-চরখালীর বাইপাস সড়কের সংযোগস্থলে পৌঁছালে চরখালীর দিক থেকে দ্রুতগতিতে ধেয়ে আসা স্থানীয় মনিরের আঁখি পরিবহন নামের একটি ইট টানা ট্রলি আমাদের ইজি বাইকটি চাপা দেয়। যাতে ঘটনাস্থলেই আমার ভগ্নিপতি হাবিব মীরের বাম পা বিচ্ছিন্ন ও শরীর থেতলে গিয়ে ঘটনাস্থলে মারা যান। গুরুত্বর আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধারের পর হাসপাতালে প্রেরণ করেন।
ভান্ডারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ আলী আজম জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভা-ারিয়ার থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলিটিকে জব্দ করে মামলার প্রস্তুতি চলছে।