সোহাগ আলী, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা সদস্য সচিব আবু সায়েদের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ৷শুক্রবার ১ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় বালিয়াডাঙ্গী পিপলস কিন্ডার গার্টেন মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৷মিলাদ শেষে কেক কেটে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ৷
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী শাহ্, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, সদস্য রিপন, আরিফ সহ উপজেলা বিএনপি ও উপজেলা, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ৷
ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে ৷ এই গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের রাজপথে নামতে হবে ৷ ইনশা-আল্লাহ আমরা ছাত্রদলই সৈরাচার এরশাদ সরকারের মত হাসিনা সরকারকে বিদায় করবো এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবো ৷ তিনি আরো বলেন, সরকার মানুষের বাক-স্বাধীনতা, ভোটারাধিকার হরণ করে নিয়েছে ৷ বাক-স্বাধীনতা ও ভোটারাধিকার ফিরিয়ে আনতে প্রয়োজন রাজপথে আন্দোলন ৷ সরকার জনবিছিন্ন হয়ে গেছে খুব শীঘ্রই এই সরকারের পতন ঘটবে ৷
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদল আগের থেকে অনেক শক্তিশালী আর ছাত্রদলই পারবে এই অবৈধ সরকারকে বিদায় করতে ৷ পরে আলোচনা সভা ও কেক কাটা শেষে সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী পিপলস কিন্ডার গার্টেন স্কুল মাঠ থেকে মিছিল বের করে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তাতে এসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিপলস কিন্ডার গার্টেন মাঠে এসে মিছিল টি শেষ করে ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ ৷
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল৷ উল্লেখ্য যে, উক্ত সভায় দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ কারিমুল ইসলাম ক্বারীম ৷