রবিউল ইসলাম, বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৩ঃ৩০ মিঃ এর সময় উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চবিদ্যালয় মাঠে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর এ মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. আলফাজ হোসেন, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। বিশেষ অতিথি ছিলেন, এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা চেয়ারম্যান।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, শাহিন রেজা ও মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, ইমরান হোসেন সাধারণ সম্পাদক, জালাল উদ্দীন ম্যানেজার ও অন্যান্য সদস্য বৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, সাকিম উদ্দিন, (সভাপতি) পারসাওতা বিনোদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। সার্বিক সহযোগিতায় ছিলেন, আব্দুল মকিম, সহকারী প্রকল্প পরিচালক, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়, বাঘা, রাজশাহী। পারসাওতা বিনোদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড আয়োজিত অনুুুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসাহক আলী। উক্তপ্রকল্প বাস্তবায়নে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বাগুড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় একযোগে কাজ করে যাচ্ছেন।