কেএস বাবু,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ ভেজা বালু পরিবহন করে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী করার প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার সর্বস্তরের ব্যবাসায়ীগন অনির্দিকালের জন্য সকল দোকানপাট বন্ধ ঘোষণা করে রাস্তায় নেমেছে। রোববার সকাল থেকে ওষুধের দোকান ছাড়া খাবার দোকান ও কাঁচা বাজার বন্ধ সহ সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে। এ উপলক্ষে সকল দোকানপাট বন্ধ রেখে স্থানীয় শহীদ সন্তোষ পার্ক মাঠে সকল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহনে ভেজা বালু পরিবহন ও অবৈধ লড়ি ট্রাক্টর বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
এ সময় টেলিকম ব্যবসায়ী সমিতির সভাপতি তাকদির হোসেন এর সঞ্চালনায় বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সুজন সভাপতি অজয় সাহা, আ’লীগ নেতা এড. প্রবীর মজুমদার চন্দন, দুর্গাপুর বণিক সমিতির সাধারন সম্পাদক বাপ্পী সাহা, ধান ব্যবসায়ী সমিতি সভাপতি সিরাজ মিয়া, গার্মেন্টস সমিতির সভাপতি জামাল হোসেন, ওয়ার্কসপ সমিতির সভাপতি মজিবুর রহমান মিলন, হকার্স সমবায় সমিতির সভাপতি নয়ন বেপারী, মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি মধু মিয়া, কাঠ মিস্ত্রী সমিতির সভাপতি আলমাস মিয়া, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর, নিরাপদ সড়ক চাই এর সভাপতি নুরুল আলম, ডা. আরিফ জোবায়ের সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি, সাবেক মেয়র কামাল পাশা, আ‘লীগ মেয়র প্রার্থী আলা উদ্দিন আলাল, বিএনপি মেয়র প্রার্থী জামাল উদ্দিন মাস্টার, সিপিবি মেয়র প্রার্থী শামছুল আলম খান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দুর্গাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে ভেজা বালু পরিবহন করে আসছেন বালু ব্যবসায়ীরা। এতে দোকানের সামনে কাঁদা জমে স্থুপে পরিণত হয়েছে। সারাদিন বালু পরিবহনে হাজার হাজার ট্রাক ও লড়ির দীর্ঘ যানজটের ফলে ব্যবসা পরিচালনা করতে পারছেন না ব্যবসায়ীরা। বিভিন্ন সময় প্রশাসনকে জানানো হলেও কোন প্রতিকার ও সুফল না পাওয়ায় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ ঘোষণা করেছে। এ নিয়ে দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষনা দেয়াা হবে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে, সকাল থেকে সকল প্রকার দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পৌরবাসী। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে না পারায় মারাত্মক ভোগান্তিতে রয়েছেন তারা।
পৌর সদরের বাসিন্দারা জানান, সকাল থেকে সকল দোকানপাট বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। নিত্য প্রয়োজনীয় জিনিসসহ অন্যান্য দ্রব্যাদি কিনতে না পারায় জনজীবন ব্যাহত হওয়ার পথে। আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিতে গেলে জানা যায় উএনও মহোদয় দুর্গাপুরে উপস্থিত নাই। এতে বিক্ষুব্ধ জনতার মাঝে নানান প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
ব্যবসায়ী প্রতিনিধির পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে এডিসি মহোদয় ঘটনাস্থল পরিদর্শনের আশ্বাস দেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত এডিসি মহোদয় ঘটনা স্থলে এসে পৌছায় নাই।