পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর শহরের প্রেস ক্লাব সংলগ্ন মেথর পট্টি হরিজন কলোনী এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১২টা ১৫ মিনিটের দিকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয় ।অগ্নিকান্ডে একটি তুলার গোডাউন ও একটি মন্দিরসহ সাত ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, শহরের প্রেস ক্লাব সংলগ্ন মেথর পট্টি এলাকায় শনিবার দুপুরের দিকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। একটি তুলার দোকান থেকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্বল্প সময়ের মধ্যে একটি মন্দির ও তুলার গোডাউনসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, স্থানীয়রা আগুন লাগার খবর দিলে পিরোজপুরের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আগুনের ভয়াবহতা দেখে ইন্দুরকানী ও নাজিরপুরের দুইটি ইউনিটকে খবর দিলে তারা আসলে মোট ৪ টি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেন আনে।ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।