পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”-এই স্লোগানকে ধারন করে পিরোজপুরেও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। সোমবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন কাব সড়কে জেলা মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আতাই রব্বানী ফিরোজ, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, পুলিশ নারী সদস্য তুলি দেবী, আজাদ হোসেন বাচ্চু, মানসুরা সাথী, জনপ্রতিনিধি ও এনজিও কর্মী উপস্থিত ছিলেন।