নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ার স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষীর ভান্ডার সমবায় সমিতির কর্মকর্তাদের নিয়ে ষড়যন্ত্রে মেতেছে একটি মহল। সোমবার সকালে সংগঠনের লুটিয়া কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লক্ষীর ভান্ডার সমবায় সমিতির কর্মকর্তা মোঃ ইমরান চৌধুরী জানান, বিউটি রানী মন্ডল নামে আমাদের সমিতিতে কোন সদস্য নেই। তবে, শুনেছি ওই নামের পরিচিত একজনে গ্রামের নিরীহ লোকদের কাছ থেকে ডিপটিউবওয়েল দেবার নামে অনেক টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এ অপকর্ম জানতে পেরে আমরা ওই নারীকে সমিতিতে নিষিদ্ধ করেছি তাই ওই নারী এখন আমাদের নামে অপপ্রচার চালাচ্ছেন।
সমিতির সভাপতি সম্রাট কুমার ঘোষ বলেন, আমরা স্বেচ্ছাশ্রমে কাজ করছি। সাধারণ মানুষকে স্বল্প খরচে ডিপটিউবওয়েল এর যোগান দিচ্ছি। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি।
তিনি আরো বলেন, কয়েকজন টাউট-বাটপার প্রকৃতির লোকে অনৈতিক সুবিধা না পয়ে সমিতির সদস্যদের নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। নেতৃবৃন্দ সকল অপপ্রচারের প্রতিবাদ জানান এবং এলাকার উন্নয়নের স্বার্থে সহযোগিতা কামনা করেন। অপপ্রচাররোধে আমরা প্রশাসনিক সহযোগিতা নেবো।
সংবাদ সম্মেলনে লক্ষীর ভান্ডার সমবায় সমিতির সাধারণ সস্পাদক মাজেদুল হক, অর্থ সম্পাদক সগীর মল্লিক, ম্যানেজার মাহামুদ হক প্রমুখ উপস্থিত ছিলেন।