ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রাম থেকে তক্ষকসহ একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা ডিবি পুলিশের সহযোগিতায় নড়াগাতি থানার এস,আই শফিকুল ইসলাম ও মিলন হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নড়াগাতির পুটিমারি গ্রাম থেকে মোমরেজ শেখের ছেলে মোস্তফাকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি তক্ষকসহ আটক করে।
এ ঘটনায় শুক্রবার নড়াগাতি থানায় ও বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।