মোঃ সিরাজুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
মঙ্গলবার (১৬ফেব্রুয়ারী) বিকালে দৌলতদিয়ার ফেরি ঘাট, আশপাশের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
এসময় উপমন্ত্রীর সাথে ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম সহ উপজেলা আ’লীগের অন্যন্যা নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘাট সূত্রে জানাযায়, প্রতি বছরই বন্যার সময় তীব্র ভাঙ্গনের শিকার হয় ফেরিঘাট সহ পাশ্ববর্তী এলাকা। বহু পরিবার এ ভাঙ্গনের কারনে বসত ভিটা ছেড়ে বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ফেরিঘাটে পরিদর্শন কালে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, সরকার নদীভাঙ্গন রোধ করতে দ্রুত পদক্ষেপ নিবে ও কাজের অগ্রগতি যেন বৃদ্ধি পায় সেদিকে নজরদারি থাকবে।