মোঃ সিরাজুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় গতকাল ২৪ জানুয়ারি রবিবার মধ্যরাত থেকে তিন দফায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। পরে আজ ২৫ জানুয়ারি সোমবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক’শ যানবাহনের যাত্রী ও চালক।
প্রথম দফায় গতকাল দিবাগত রাত ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত, দ্বিতীয় দফায় রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত এবং তৃতীয় দফায় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
রাজবাড়ী জেলা পুলিশের দায়িত্বরত সার্জেন্ট মেহেদি হাসান বলেন, ফেরি ঘাটকে যান-জট মুক্ত রাখতে দৌলতদিয়া ঘাট হইতে ১২ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে, গোয়ালন্দ মোড়-কুষ্টিয়া হাইওয়ে রাস্তার একপাশ দিয়ে শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক-লরির আটকে রাখা হয়েছে।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ঘাট ব্যাবস্থাপক খোরশেদ আলম বলেন, গতকাল মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় নৌযান চলাচলে সমস্যা দেখা দেয়। একপর্যায়ে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে সামান্য দূরের কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না।
প্রথম দফায় রাত দশ’টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়, পরে আবার কুয়াশার ঘনত্ব কিছুটা কোম দেখা দিলে রাত ১১টায় আবার ফেরি চলাচল শুরু হয়, এরপর আবার দ্বিতীয় দফায় ভোর ৬টায় কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়, সকাল ৭টায় পুনরায় কুয়াশার ঘনত্ব কোমতে থাকলে ফেরি চলাচল শুরু হয়।