কেএস বাবু দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে আগামী ত্রিশ জানুয়ারি তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন উপলক্ষ্যে প্রার্থীদের প্রচার-প্রচারনার উৎসব চলছে নগরজুরে।
অটোরিকশায় একাধিক মাইক ও বিকট শব্দের সাউন্ডবক্স ব্যবহার করে বিরতিহীন ভাবে বেজে চলছে মেমোরিতে ধারনকৃত প্রার্থীদের জন্য ভোট প্রার্থনার সংলাপ।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রার্থীদের কাছে জনপ্রীয় হলেও নগরবাসীকে বিষিয়ে তুলছে। নগর জীবনের অন্যতম সমস্যা হচ্ছে শব্দ দূষন, ফলে প্রার্থীদের প্রচারনায় ডিজিটাল রেকর্ডিং পদ্ধতিটি মোটেও ভাল চোখে দেখছে না সাধারন ভোটার ও এলাকাবাসী।ডিজিটাল প্রচার নিয়ে সাধারন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ক্ষোভ প্রকাশ করে কয়েকজন প্রবীন ভোটার বলেন এমনিতেই ট্রাক-লড়ির শব্দে কান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, তার উপড় আবার দুই-তিনটা মাইক একসাথে একই রিকশায় যখন বিকট শব্দে বাজতে থাকে তখন নগর জীবন অভিশপ্ত লাগে ,মনে হয় এলাকা ছেড়ে চলে যাই।প্রচার মাইকের শব্দের গতি সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান এলাকাবাসী।