গাইবান্ধায় টিউবওয়েলের পানি পান করে অজ্ঞান হয়ে পড়েছেন একই পরিবারের আটজন। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মারুফা আক্তার জানান, তারা প্রত্যেকে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।
প্রতিবেশী ও স্বজনরা জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে খাওয়ার পর ধনপতি অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্ত্রী, মেয়ে, ছেলে ও তার ভাইয়ের পরিবারের মোট আট সদস্য একইভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ও স্বজনরা অসুস্থদের জেলা হাসপাতালে ভর্তি করেন।
ধারণা করা হচ্ছে, সকালে অজ্ঞাতপরিচয় এক নারী ওই বাড়িতে গিয়েছিলেন। বাড়ির সবার অজান্তে ওই নারী টিউবওয়েলে চেতনানাশক জাতীয় কোনো দ্রব্য দিয়ে থাকতে পারেন। যেখান থেকে তারা অসুস্থ হয়ে পড়েন।