মোঃ সিরাজুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ও তিনবারের নির্বাচিত মেয়র শেখ মোঃ নিজাম গোয়ালন্দ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ জনুয়ারি) গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে দুপুরের দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন আহমেদ-এর কাছে তিনি তার প্রত্যাহারপত্র জমা দেন।
এর আগে কেন্দ্র থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে সে দলীয় মনোনয়নের জন্য লবিং করেন কিন্তু দল থেকে জনাব নজরুল ইসলাম মন্ডল কে দলীয় মনোনয়ন প্রদান করেন। যদিও গত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনাব নজরুল ইসলাম মন্ডল কে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। গোয়ালন্দ পৌরসভা গঠন হওয়ার পর থেকে তিনি একটানা ১৯ বছর মেয়র হিসাবে তার দায়িত্ব পালন করেন।
তবে তার আপন ছোট ভাই শেখ মোঃ নজরুল মনোনয়নপত্র প্রত্যাহার করেন নাই। শেখ মোঃ নজরুল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পৌর আওয়ামী লীগ বরাবর আবেদন করেছিলেন এবং ভোটাভুটিতে মাত্র ১ ভোট পেয়েছিলেন তাই তার নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল না।
এর আগে আজ সকাল ১১টার দিকে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সাথে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং এমপির সাথে আলাপ আলোচনা করে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে জানান, কেন্দ্রের নির্দেশেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ সময় শেখ মোঃ নিজাম বলেন, জনগণের মাঝে আমার বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও পার্টির নির্দেশক্রমে আমার মেয়র পদে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আশা করি, সবাই ব্যাপারটিকে সুন্দর দৃষ্টিতে দেখবেন।
একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কোনও চাপ নেই। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছি, তারা বলেছেন– নির্বাচন না করার জন্য।
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে গোয়ালন্দ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিলো।