রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: গাছ থেকে পড়ে কফিল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জন্তিরকান্দা (হেলিপ্যাড) গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, কফিল উদ্দিন দুপুর ৩ টার দিকে ডিসি রাস্তার গাছের ডাল কাটতে ছিল। এসময় গাছ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে গোলাম হোসেনের ছেলে বলে জানা গেছে। রৌমারী সদর ইউপি সদস্য রবিউল ইসলাম রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, কফিল উদ্দিন নামের এক ব্যক্তি গাছ থেকে পড়ে মৃত্যুর সংবাদ পেয়েছি এবং খোঁজ খবর নেওয়া হচ্ছে।