ইভান ফরাজী,গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় ২ হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৬) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবু কালাম মোল্লা(৩৫)। এ ঘটনায় আরও দুইজন পথচারী আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হোটেল এন্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. হাসান মিয়া জানান, প্রতিদিনের ন্যায় মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আবু কালাম মোল্লা ও বিস্মিল্লাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. ইসমাইল হোসেন কাঁচামাল সহ হোটেল পন্য আনার জন্য যাত্রাবাড়ীর উদ্দের্শ্যে বাসের জন্য জামালদী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দুইটি যাত্রীবাহী বাস রেষারেষি করে যাত্রী তুলতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে হোটেল ব্যবসায়ী আবু কালাম ও ইসমাইল হোসেন নিহত হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন বলেন, শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা গামী একটি অজ্ঞাত যাত্রীবাহি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন পথচারীর মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে। ঘটনার পর পরই ঘাতক চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক বাসটি সনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।