মো.সেলিম রানা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াাকৈরে টিনশেড বাড়িতে আগুন লেগে স্বামী-স্ত্রী সহ চারজন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পৌরসভার ৬নং ওয়র্ডের কালামপুর এলাকায় সোমবার ভোরে এ আগুনের সূত্রপাত হয়।
আগুনে দগ্ধ হয়ে নিহত হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সুন্দাইল এলাকার সামছুল হুদার ছেলে মিলন (৩৭) ও তার স্ত্রী মুন্নী (৩০), একই থানার জরিকপুর এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ (৪০) ও গাইবান্ধার পলাশবাড়ী থানার জগন্নাথপুর এলাকার ওসমান গণির ছেলে আউয়াল (২০)।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন ও স্থানীয়দের সূত্রে জানা যায় যে, ভোরে কালামপুর এলাকায় একটি টিনশেড বাড়িতে বিকট শব্দেহয়ে আগুন সুত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুনে দগ্ধ হয়ে মিলন, মুন্নী, ফরহাদ ও আওয়াল নামে চারজনের মৃত্যু দেহ আগুনে পুড়া ছায়ের স্তুপের উপরে পড়ে থাকতে দেখায়ায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস মৃত দেহ উদ্ধার করেন।
গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে । নিহতরা সবাই ওই বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।