কাউখালী (পিরোজপুর )প্রতিনিধিঃ কাউখালীতে গতকাল শুক্রবার পাঠ্যপুস্তক বিতরণ দিবসে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সন্ধ্যা ও গাবখান নদীর তীরবর্তী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি সেবার নৌকায় গিয়ে প্রাথমিক,মাধ্যমিক স্কুল,মাদরাসার ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা। করেনা ভাইরাস কোভিট-১৯ সংক্রমণ প্রতিরোধে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসন।
এসময় পাঠ্যপুস্তক বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কান্তি চাকী, সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ ।