কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে আজ শনিবার শামসুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
স্কুল অডিটরিয়ামে প্রধান শিক্ষক অমল কৃষ্ণ মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলদেশ ট্যাক্স বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পদক ও বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্স কনসালন্টেট অ্যাডভোকেট মৌসুমি আক্তার, ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মশিউর রহমান, রুস্তুম আলী, শিক্ষক মতিউর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রতন কুমার দাস, সাধারন সম্পাদক এনামুল হক প্রমুখ। বিদ্যালয় ২শত শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে স্কুল ড্রেস, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
উল্লেখ্য উপজেলার প্রত্যন্ত অঞ্চল জোলাগাতী ৩ কিলোমিটারের ভিতর কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ওই এলাকার শিক্ষা বঞ্চিত মানুষদের শিক্ষা আলো প্রদানের জন্য ১৯৯৭ সালে বিদ্যালয়টি মরহুম এ্যাডভোকেট সরোয়ার হোসেন প্রতিষ্ঠা করেন।