কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে ভূমিহীনদের দলিলের দাবি এবং অবৈধ ভাবে উচ্ছেদেরর প্রতিবাদে আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের সামনে এক মানবন্ধন কর্মসূচী পালন করেন ভূমিহীনরা । মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার নিকট স্মরকলিপি প্রদান করেন।
এসময় ভূমিহীনরা দাবি করেন উপজেলার চরবাশুরী মৌজায় ২০ থেকে ২৫ বছর পর্যন্ত চিরাপাড়া নদীর তীরের নিচু জমি মাটি কেঁটে উচু করে ঘর তৈরি করে বসবাস করছেন। আবার কিছু ভূমিহীনদের ২১ শতাংশ করে জমি প্রদান করেন মোট ৮একর ৫০ শতাংশ জমির মধ্যে সাড়ে ৪ একর জমি ভূমিহীনদের দখলে রয়েছে। বাকি জমি মহাজনদের কাছ থেকে উদ্ধার করা যায়নি। অথচ প্রশাসন সে দিকে না গিয়ে উল্টো যারা ভূমিহীন হিসাবে দীর্ঘ ২৫ বছর পর্যন্ত বাগান বাড়ী তৈরি বসবাস করেছেন তাদের উচ্ছেদের পায়তারা করার অভিযোগ করেন।
অপরদিকে যাদের সরকার ভূমিহীন হিসাবে ২১ শতাংশ করে জমি প্রদান করেন তাদের আবার ২শতাংশ রেখে বাকি জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এসকল বিষয় নিয়ে ভূমিহীনদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। এ কারনে তারা একত্রিত হয়ে উপজেলা প্রশাসনের কাছে ভূমিহীনদের যাদের দলিল নেই তাদের দলিল দ্রুত সময়ের মধ্যে প্রদান করা এবং যাদের দলিল রয়েছে উচ্ছেদ না করার জন্য প্রশাসনকে আহবান জানান।
মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময় বক্তব্য রাখেন কৃষক খেত মজুর সমিতি পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড নিমাই মন্ডল, উপজেলা খেত মজুর সমিতির সভাপতি নারায়ন চন্দ্র মিস্ত্রী, ভূমিহীন আঃ মন্নান প্রমুখ।