কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ হয়রানী মুক্ত পুলিশী ব্যবস্থা হতে হবে। পুলিশের সেবা নিয়ে মানুষের কাছে যেতে চাই এবং সকল অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হল। অপরাধী যেই হোক পুলিশের বন্ধু হতে পারবে না পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। তিনি আজ রবিবার কাউখালী থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, জাতীয় পার্টির (জে.পি) সধারন সম্পাদক শাহআলম নসু, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চান, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত জনতার বক্তব্য শুনেন। কেউ পুলিশের সেবা থেকে বঞ্চিত হলে তাকে জানানোর জন্য আহ্বান জানান তিনি।