মোঃমোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রামের উলিপুরে সঞ্চয়ী ও সেচ্ছাসেবী সংগঠন গ্রীনভিলেজ এডভান্স ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ২ টা ঘটিকায় উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আবু মূসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বদিউজ্জামান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার,আতাউর রহমান কনট্রাকটার।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোশারফ হোসেন, সহসভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক হাবিবুল্লাহ মেসবাহ, ডাঃ রেজাউল করিম সহ সকল সদস্য।
উল্লেখ্য, গত বছরের ২ জানুয়ারী সংগঠনটির পথ চলা শুরু হয়।