আবদুল্লাহ আল নোমান, রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মালিকানা হস্তান্তর ও এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টার পরে ২ নং নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে মালিকানা হস্তান্তর সভায় উপস্থিত ছিলেন, সহিদুর রহমান অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক,সানারুল হক বসুনিয়া ম্যানেজার ইসলামী ব্যাংক রানীশংকৈল শাখা,দলিলুর রহমান অফিসার ইসলামী ব্যাংক,২ নং নেকমরদ ইউপি আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,ব্যাবসায়ী আলাউদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল, এডভোকেট করিমুল হক, ব্যবসায়ী মুজিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাদের, নাগরিক ভাবনা পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নেকমরদ ইউনিয়ন শাখার সহ-সভাপতি সোহাগ প্রমুখ।
এসময় সকলের উপস্থিতিতে ২ নং নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হকের ছেলে মনিরুল হক মনির হাতে মালিকানা হস্তান্তর ও আনুষ্ঠানিকতা শেষে নেকমরদ সোনালী ব্যাংকের নিচে ইসলামী ব্যাংক এটিএম বুথের উদ্বোধন করা হয়।